গোপালগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হল জাতীয় গ্রন্থাগার দিবস।
জেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার সকালে এই শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে গণ-গ্রন্থাগার চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল জলিল, শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হুমাইয়ারা আক্তার বক্তব্য দেন।