ময়মনসিংহে পাসপোর্ট সেবা সপ্তাহ শুরু

ময়মনসিংহে নানা আয়োজনে শুরু হয়েছে সাত দিনব্যাপী পাসপোর্ট সেবা সপ্তাহ। আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, কেক কাটা, দোয়া ও বেলুন ওড়ানো।
আজ রোববার দুপুরে ময়মনসিংহ শহরের মাসকান্দাস্থ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে সেবা সপ্তাহের উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের জ্যেষ্ঠ উপ-পরিচালক নুরুল হুদার সভাপতিত্বে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিনসহ অতিথিরা।
এর আগে বেলুন উড়িয়ে ফিতা কাটেন প্রধান অতিথি। পরে কেক কাটেন বিভাগীয় কমিশনার।
নুরুল হুদা সাংবাদিকদের জানান, পাসপোর্ট প্রত্যাশীরা যাতে হয়রানির শিকার না হন এজন্য যুগোপযোগী এবং ডিজিটালাইজ কিছু সিস্টেম চালু করা হয়েছে। অফিসেই ব্যবস্থা করা হয়েছে নামাজখানার, মায়েদের জন্য নিরাপদ ব্রেস্টফিডিং রুম। কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসাসেবা দিতে আধুনিক সরঞ্জাম সম্বলিত ফাস্ট এইডবক্স স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।