ঈশ্বরগঞ্জে যুবলীগের দুই পক্ষে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
এই খবরের সত্যতা নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
ওসি ও স্থানীয়রা জানায়, গত ২২ জানুয়ারি ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটির আহ্বায়ক করা হয় আবুল খায়েরকে। এতে সাবেক কমিটির আহ্বায়ক মতিউর রহমান বেঁকে বসেন। আজ নতুন কমিটির সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই এ নিয়ে ঈশ্বরগঞ্জে যুবলীগের দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। দুপুর ১২টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। চলে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা।
সংবর্ধনা মঞ্চে আগুন দেন মতিউরের সমর্থকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এর জের ধরে পরিস্থিতি আরো অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা সমাবেশের ওপর ১৪৪ ধারা জারি করে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।