গাজীপুর থেকে অপহৃত শিশু নীলফামারীতে উদ্ধার, আটক ২

গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার বোর্ডবাজার থেকে অপহৃত পাঁচ বছরের শিশু আবদুর রহমান রিয়াদকে দুইদিন পর নীলফামারীর ডিমলা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাহিদুল ইসলাম জাহিদ (২৫) ও সখিনা বেগমকে (৫০) আটক করেছে র্যাব।
গত বৃহস্পতিবার রাতে ভারতে পাচারের সময় সীমান্তবর্তী নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের পূর্ব ছাতনাই কলোনির তছিরেরপাড়ার জিয়ারুল হকের বাড়ি থেকে অক্ষত অবস্থায় রিয়াদকে উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে র্যাব ১৩-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে গত ১১ আগস্ট গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার বোর্ড বাজার কোলেমশ্বর এলাকার আবু বক্কর ছিদ্দিকের পাঁচ বছর বয়সী ছেলে আবদুর রহমান রিয়াদকে তাঁর বাড়ি থেকে কৌশলে অপহরণ করে জাহিদুল ইসলাম জাহিদ। এরপর থেকে বিভিন্ন সময়ে রিয়াদের অভিভাবকদের কাছে বিকাশের মাধ্যমে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে জাহিদ। মুক্তিপণ না পেলে রিয়াদকে ভারতে বিক্রি করে দেওয়ার হুমকিও দেয় জাহিদ।
এদিকে শিশু অপহরণের ঘটনায় রিয়াদের বাবা আবুবক্কর সিদ্দিক ওই দিন সন্ধ্যায় জয়দেবপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করার পর র্যাব ১-এ বিষয়টি অবগত করেন। মামলা ও মুঠোফোনের ফোনের সূত্র ধরে গত বৃহস্পতিবার ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের তছিরেরপাড়া এলাকার জিয়ারুলের বাড়ি থেকে রিয়াদকে উদ্ধার করে র্যাব। আর এ অপহরণের অভিযোগে পঞ্চগড় জেলার বোদা উপজেলার বকদুলঝুলা চটিপাড়ার বাসিন্দা জাহিদুল ইসলাম ও নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের কালিগঞ্জ গোলনা মাস্টারপাড়ার বাসিন্দা সখিনা বেগমকে (৫০) আটক করে র্যাব-১৩।