গোপালগঞ্জে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

গোপালগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল আমিন শেখ বিপ্লব আজ রোববার সকালে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। ছবি : এনটিভি
গোপালগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল আমিন শেখ বিপ্লব দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।
আজ রোববার সকালে ওয়ার্ড কাউন্সিলরের বাসভবনের সমানে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলর ছাড়াও উপস্থিত ছিলেন নতুন বাজার কমিটির সভাপতি দাউদ শেখসহ এলাকাবাসী। প্রতিবছরের মতো এ বছরও এসব দুস্থ ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হলো।