‘গোপন বৈঠক’ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ্ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল সোমবার গভীর রাতে ব্রাহ্মণদী ইউনিয়নের ইদবারদি বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন জাহিদুল ইসলাম ওরফে কাওসার ও মশিউর রহমান ওরফে জীবন।
র্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলামের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন যে আনসারুল্লাহ বাংলাটিমের কয়েকজন কর্মী ইদবারদি বাজারে গোপনে বৈঠক করছে। এরপর র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। পরে র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও দুজনকে গ্রেপ্তার করা হয়।
কামরুল ইসলামের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ওই দুজনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।