ঘরের শত্রুই আবার ১৫ আগস্ট ঘটাতে পারে : নাসিম

দলকে সংগঠিত করতে না পারলে আবারও ১৫ আগস্টের মতো ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে শেখ কামালের ৬৬তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। স্বেচ্ছাসেবক লীগ এ সভার আয়োজন করে।
urgentPhoto
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে সকালে ধানমণ্ডি আবহানী ক্লাব মাঠে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতা-কর্মীরা। পরে বনানী কবরস্থানে সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ এখন দুর্বল, তাই যেকোনো সময় দলের ভিতর থেকেই শত্রু তৈরি হতে পারে। পঁচাত্তরে এ রকম পরিস্থিতির কারণেই জীবন দিতে হয়েছিল। দলের ভেতরে থাকা সুযোগসন্ধানীরাই হতে পারে সেই শত্রু।
একইসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, আগামীতে কঠিন পরিস্থিতিতে পড়তে হতে পারে দলকে। এ পরিপ্রেক্ষিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সংবিধান অনুযায়ী পরবর্তী নির্বাচন ২০১৯ সালে হবে উল্লেখ করে নাসিম আশাবাদ ব্যক্ত করেন, সেই নির্বাচনে অংশ নিবে বিএনপি। ওই নির্বাচনে বিএনপি না এলে অস্তিত্ব সংকটে পড়বে দলটি।