হাসপাতাল ব্যবস্থাপনার সার্বিক মান এখনো আশানুরূপ নয় : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, হাসপাতাল ব্যবস্থাপনার সার্বিক মান এখনো আশানুরূপ পর্যায়ে আনতে না পারা দুঃখজনক। এ জন্য চিকিৎসকদের উপস্থিতি, হাসপাতাল স্থাপনার সংস্কার, যন্ত্রপাতির যথাযথ রক্ষণাবেক্ষণসহ সব বিষয়ের প্রতি সর্বোচ্চ নজরদারি বাড়াতে হবে।
আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিগত ছয় মাসের হাসপাতাল পরিদর্শন সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। দেশে প্রথমবারের মতো হাসপাতাল পরিদর্শন প্রতিবেদন নিয়ে এই ধরনের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার গত ছয় মাসের ১৮ জন কর্মকর্তার ২৩টি প্রতিবেদন নিয়ে পর্যালোচনা করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি যেকোনো মূল্যে নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, ‘বেশির ভাগ ক্ষেত্রে গ্রামীণ পর্যায়ে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা গেলেও বেশ কিছু স্থানে কর্তব্যের অবহেলার বিষয়টি কোনো ভাবেই কাম্য নয়। পূর্ণাঙ্গ প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয় এবং বিভাগ ও জেলা পর্যায়ের যেসব কর্মকর্তা পরিদর্শনে গাফিলতি করবেন তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে পরিদর্শনের জন্য উপযুক্ত দক্ষ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে।’
সব প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ভবন সংস্কার, হাসপাতালের শয্যা ও পরিবেশ উন্নয়ন এবং যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন মন্ত্রী। উপজেলা পর্যায়ে চিকিৎসকদের থাকার জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করারও পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মোহাম্মদ নাসিম।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী সারা দেশে সব হাসপাতালের চিকিৎসক উপস্থিতিসহ সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে নিয়মিত বৈঠক করার জন্য স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ওপর দায়িত্ব প্রদান করেন।
বর্তমানে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দিষ্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করে প্রতি দুই মাসে একবার প্রতিবেদন দাখিলের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ‘হ্যালো ডক্টরস’ কর্মসূচির আওতায় তাঁদের ওই সব হাসপাতালে ফোন করে চিকিৎসকদের উপস্থিতি তদারকি করে প্রতি মাসে দুইবার প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদেশ জারি করা হয়েছে। হাসপাতালের যন্ত্রপাতির সুষ্ঠু রক্ষণাবেক্ষণের জন্যও মন্ত্রণালয় ও অধিদপ্তরের পৃথক পরিদর্শন দল বর্তমানে দেশব্যাপী কাজ করছে।
বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদারসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।