এবার ব্লু হোয়েলে আসক্ত স্কুলছাত্রের আত্মহত্যা!

এবার গোপালগঞ্জের রামদিয়া বাজারে দশম শ্রেণির এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম রাফিকুল ইসলাম পার্থ (১৬)। অনলাইনভিত্তিক গেম ‘ব্লু-হোয়েলের’ আসক্তির কারণে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
আজ সোমবার বিকেল ৩টার দিকে লাশ উদ্ধার করেন রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। উপপরিদর্শক (এসআই) শামিম উদ্দিন জানান, পার্থের বাম হাতে ব্লেড দিয়ে কেঁটে তিমি মাছ আঁকা ছবি রয়েছে। তা ছাড়া হাতে এফ ৫৭ এবং বুকে ক্রস চিহ্ন রয়েছে।
জানা যায়, কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাসকারী স্কুলশিক্ষক ভাই সৌরভ তালুকদারের সঙ্গে থেকে পার্থ লেখাপড়া করছিল। তার বাবার নাম আবুল হোসেন তালুকদার। নিহতের গ্রামের বাড়ি কাশিয়ানী উপজেলার চাপতা গ্রামে। রাতাইল নায়েবুন্নেসা হাইস্কুল থেকে তার এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
স্বজনরা জানান, দুপুর ১টার দিকে ঘরের দরজা বন্ধ থাকায় দরজা ভেঙে ফেলেন তার ভাই ও অন্যরা। তাঁরা দেখেন, ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে সে ঝুলে আছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলী নূর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই স্কুলছাত্র ব্লু-হোয়েল গেমের শিকার এবং ওই গেম খেলেই সে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ওই ছাত্রের ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করেছে।
এর আগে গত ৫ অক্টোবর ঢাকার সেন্ট্রাল রোডে স্কুলছাত্রী অপূর্বা বর্ধন স্বর্ণার লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া ১৬ অক্টোবর ঢাকার মিরপুরে সায়েম নামের এক কিশোরের লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তারা ব্লু হোয়েলে আসক্ত ছিল। এ ছাড়া বিভিন্ন সময়ে কিশোর-কিশোরীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর মধ্যে গত ৯ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল গেমটির বন্ধের জন্য ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেন। এ ছাড়া ১৬ অক্টোবর হাইকোর্ট আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ব্লু হোয়েলসহ এ ধরনের গেম বন্ধের নির্দেশ দেন।