তারেক রহমানের বিরুদ্ধে পরোয়ানার প্রতিবাদ নেত্রকোনা বিএনপির

রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
আজ বুধবার শহরের ছোটবাজার এলাকায় দলীয় কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য (এমপি) আশরাফ উদ্দিন খান, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন খান মিলকী, যুবদলের আহ্বায়ক মশিউর রহমান মশু, ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে পরোয়ানা তুলে নিতে সরকারের প্রতি জোর দাবি জানান। দাবি আদায় না হলে তাঁরা দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন।
রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরোয়ানাভুক্ত অন্য আসামিরা হলেন সাংবাদিক মাহাথীর ফারুকী খান ও কনক সরোয়ার খান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা ও কালো’ দিবস উপলক্ষে পূর্ব লন্ডনের অট্রিয়াম অডিটরিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। সেখানে তিনি দেশের বিচার বিভাগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন, যাতে জনমনে হিংসার উদ্রেক হয়েছে।