জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড কােনো দল বা ব্যক্তি নয় : তারেক রহমান

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড আখ্যা দেওয়া প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে। এই আন্দোলনের মাস্টারমাইন্ড কােনো দল বা ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ।
বিবিসি বাংলায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আজ সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলার ভেরিফায়েড ফেসবুক পেইজে সাক্ষাৎকারটির প্রথম পর্ব প্রচার করা হয়।
তারেক রহমান বলেন, এই জুলাই আন্দোলনে আমাকে আমি কখনই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। এই যে ৫ আগস্টের আন্দোলন, যেটা সকলের কাছে জুলাই আন্দোলন নামে গৃহিত। এই আন্দোলনটি সফল হয়েছে জুলাই মাসে কিন্তু এই আন্দোলনের প্রেক্ষাপট শুরু হয়েছে বহু বছর আগে। এই আন্দোলনে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা, সেটা বিএনপি হোক বা অন্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে অবদান রেখেছে। বিভিন্নভাবে তাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, আমি মনে করি জুলাই-আগস্ট মাসে এসে জনগণ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ করেছে। শুধু কি রাজনৈতিক দলের নেতাকর্মীরাই সেদিন মাঠে ছিল? অবশ্যই নয়। আমরা দেখেছি সেদিন মাদ্রাসার ছাত্ররা ছিলেন। আমরা দেখেছি গৃহিনীরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন সন্তানের পেছনে। আমরা দেখেছি কৃষক, শ্রমিক, সিএনজি চালক, ছোট দোকনের কর্মচারী বা মালিক, গার্মেন্টস কর্মীরা নেমে এসেছিলেন। আমরা দেখেছিলাম সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা নেমে এসেছিলেন এই আন্দোলনে।
তারেক রহমান বলেন, এমন অনেক সাংবাদিক যারা স্বৈরাচারের অত্যাচারে নির্যাতিত হয়ে দেশ থেকে বাহিরে চলে যেতে বাধ্য হয়েছিলেন, তারা সম্পৃক্ত হয়েছিলেন এই আন্দোলনে। কাজেই কারো ভূমিকাকে আমরা ছোট করে দেখতে চাই না, খাটো করে দেখতে চাই না। আমি দৃড়ভাবে বিশ্বাস করি, সমাজের দল-মত নির্বিশেষে শ্রেণিবিন্যাস নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অবদান আছে। এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে। এই আন্দোলনের মাস্টারমাইন্ড কােনো দল বা ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ।