শাপলা প্রতীক নিয়েই এনসিপি আগামী নির্বাচনে অংশ নেবে : সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীক নিয়ে আইনগত কোনো বাধা নেই। তাই এনসিপি আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে।
আজ সোমবার (৬ অক্টোবর) দুপুরে এনসিপির নাটোর জেলা সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সারজিস আলম।
নির্বাচন কমিশনকে তাদের মানের পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে এনসিপিনেতা সারজিস আলম বলেন, ‘যে মার্কা মানহীন, মানুষের হাসির খোরাক জোগায়, সেগুলো কোনো দলের জন্যই মর্যাদা বহন করে না।’
নতুন করে তালিকা ঠিক করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হবে বলেও জানান এনসিপির এই নেতা।
সারজিস আলম বলেন, এই নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যদি তাদের স্বকীয়তা বজায় রাখতে না পারে, যদি কোনো প্রভাবে তারা প্রভাবিত হয়ে আমাদের ন্যায়সঙ্গত অধিকার এনসিপিকে শাপলা প্রতীক না দেয়, তাহলে আমরা মনে করি—এই নির্বাচন কমিশন আগামী নির্বাচনে সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলবে। যে নির্বাচন কমিশন একটা দলকে একটা মার্কা দেওয়ার মতো মেরুদণ্ড দেখাতে পারে না, সেই কমিশনের ওপর জাতীয় নির্বাচনে কীভাবে আস্থা রাখব?’
এ সময় এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।