বেনাপোলের সীমান্তে ১০ বাংলাদেশি আটক

অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ১০ বাংলাদেশিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাঁদের আটক করা হয়।
আটকদের মধ্যে পাঁচজন নারী ও পাঁচজন পুরুষ।
বিজিবির বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী জানান, গতকাল রাতে বেশ কয়েকজন নারী-পুরুষ সাদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা ওই সীমান্তে অভিযান চালান। এ সময় তাঁরা পাঁচ নারী ও পাঁচ পুরুষকে আটক করেন। আটক ১০ জনকে রাতেই বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
তবে এ ঘটনায় কোনো দালালকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে বেনাপোল বন্দর থানায় একটি মামলা করা হয়েছে। পরে ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।