ময়মনসিংহে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি বাপ্পুকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া আজ মঙ্গলবার সকালে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ওই তরুণী এখন হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ধর্ষণের বিষয়টি জানা থাকলেও পুলিশসহ কেউ আমলে নেয়নি। তবে এনটিভি অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের খবর প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। নড়েচড়ে ওঠে পুলিশ। মামলার আগেই পুলিশ গতকাল সোমবার দুপুরে সন্দেহভাজন বাপ্পুকে আটক করে। পরে সোমবার গভীর রাত পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ওই তরুণীও বাপ্পুকে শনাক্ত করেন। এরপর বাপ্পুর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তরুণীর বাবা।
বাপ্পুর বাড়ি হালুয়াঘাটের মনুকুড়া গ্রামে। পুলিশ আজ বিকেলে বাপ্পুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বলে জানিয়েছেন ওসি কামরুল ইসলাম মিয়া।
গত ১৮ আগস্ট থেকে ওই তরুণী হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি এখন নয় মাসের অন্তঃসত্ত্বা।