নিঃশর্ত ক্ষমা চাইলেন ডা. জাফরুল্লাহ, জরিমানা মওকুফ

ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজা প্রসঙ্গে বিবৃতি দেওয়ার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জমা দেওয়া লিখিত বক্তব্যে ক্ষমা চান তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া জরিমানা মওকুফ করে দিয়েছেন আপিল বিভাগের বিচারপতিরা।urgentPhoto
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ ডা. জাফরুল্লাহর জরিমানা মওকুফের আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আদালত থেকে বেরিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘ডা. জাফরুল্লাহ নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। সে জন্য আদালত তাঁকে সতর্ক করে জরিমানা মওকুফ করেছেন।’
ডা. জাফরুল্লাহর আইনজীবী আবদুর রেজাক খান বলেন, ‘মহামান্য আপিল বিভাগ মামলাটি নিষ্পত্তি করেছেন। ডা. জাফরুল্লাহ আদালতে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। আদালত আশ্বস্ত হওয়ার পর তাঁর দণ্ড ক্ষমা করে দিয়েছেন। ভবিষ্যতে তিনি এ ধরনের বক্তব্য রাখবেন না বলে আদালতকে অবহিত করেছেন।’
ব্রিটিশ নাগরিক ও সাংবাদিক ডেভিড বার্গম্যানকে ট্রাইব্যুনালের সাজার বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়ায় ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গত ১০ জুন এক ঘণ্টার কারাদণ্ড (এজলাসকক্ষে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা) এবং পাঁচ হাজার টাকা জরিমানার সাজা দেওয়া হয়। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জাফরুল্লাহকে এই দণ্ড দেন। পরে কাঠগড়ায় এক ঘণ্টা দাঁড়িয়ে ওই দণ্ড ভোগ করেন তিনি।
ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে গত ১৬ জুন চেম্বার জজ আদালতে আবেদন করেন জাফরুল্লাহ চৌধুরী। আবেদনটি গ্রহণ করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়ে ৫ জুলাই পর্যন্ত জরিমানার আদেশ স্থগিত করেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত।
পরে গত ১৩ জুলাই কার্যতালিকায় এলে শুনানি পেছানোর আবেদন করলে সোমবার শুনানির দিন নির্ধারণ করা হয়। এদিন ডা. জাফরুল্লাহ লিখিত আকারে বক্তব্য দেওয়ার জন্য আপিল বিভাগের কাছে মঙ্গলবার পর্যন্ত সময় চান।
গত বছরের ১৮ ডিসেম্বর বার্গম্যানের সাজার বিষয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ৫০ জন বিশিষ্ট ব্যক্তি যুক্ত বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেন।