মানিকগঞ্জে মিলল নিখোঁজ গৃহবধূর গলাকাটা লাশ

মানিকগঞ্জে নিখোঁজের একদিন পর রেণু রানি ডোম (৪৫) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সকালে ঘিওর উপজেলার তরা পূর্বপাড়া গ্রামের মিল্কভিটার পাশে একটি পরিত্যক্ত ভিটা থেকে লাশটি উদ্ধার করা হয়।
রেণু রানি ডোম ঘিওরের জাবরা গ্রামের সুধীর ডোমের স্ত্রী। তাঁদের চার ছেলে ও এক মেয়ে রয়েছে।
রেণু রানিকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
ওসি রবিউল ইসলাম জানান, মানিকগঞ্জের তরা এলাকায় দুগ্ধ প্রক্রিয়াজতকরণ প্রতিষ্ঠান মিল্কভিটার পরিচ্ছন্নকর্মীর কাজ করেন সুধীর ডোম। রেণু রানি ডোম পাশের গিলন্ড বাজারে ঝাড়ুদারের কাজ করেন। স্বামী ও ছোট দুই ছেলেকে নিয়ে রেণু রানি ডোম মিল্কভিটার পরিত্যক্ত একটি ভবনে থাকতেন।
ওসি জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে রেণু রানি গিলন্ড বাজারে ঝাড়ু দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আত্মীয়স্বজনদের কাছে খোঁজখবর নিয়েও তাঁর কোনো সন্ধান পায়নি পরিবার।
শুক্রবার সকাল ৭টার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে মিল্কভিটার পাশের একটি পরিত্যক্ত ভিটায় তাঁর লাশ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকেরা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান জানান, ওই নারীকে কী কারণে বা কারা হত্যা করেছে তা তদন্ত ছাড়া বলা যাবে না।