ঝালকাঠিতে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

ঝালকাঠিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দশম কারামুক্তি দিবস পালিত হয়েছে।
আজ রোববার সকাল ১০টায় শহরের ফায়ারসার্ভিস সড়কের দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পিসহ আরো অনেকে। বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া সকল ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবি জানান।