সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। সোমবার (১৪ জুলাই) মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রদল।
দেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে তারেদ দাঁতভাঙ্গা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের নেতারা।
বরিশাল থেকে আকতার ফারুক শাহিন জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল মহানগর ছাত্রদল। সমাবেশে ছাত্রদলের নেতারা বলেন, দেশে মব সৃষ্টি করে একটি চক্র ষড়যন্ত্র শুরু করেছে। কেউ দেশকে অস্থিতিশীল করতে চাইলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
ময়মনসিংহ থেকে আইয়ুব আলী জানান, ময়মনসিংহে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর দলীয় কার্যালয় থেকে মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ মিছিল মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, এ কে এম মাহবুবুল আলম প্রমুখ। এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
মাদারীপুর থেকে এম আর মুর্তজা জানান, মাদারীপুরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। সোমবার বিকেলে শহরের ডিসি ব্রিজ এলাকায় এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদারীপুর জেলা ছাত্রদলের আয়োজনে এতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ডিসি ব্রিজ এলাকায় জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সেখানে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।
নড়াইল থেকে এম মুনীর চৌধুরী জানান, সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নড়াইলেও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সোমবার বিকেলে নড়াইল চৌরাস্তায় দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা ছাত্রদলের আয়োজনে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম। মিছিলে ছাত্ররা স্লোগান দেয়—দিল্লি গেছে স্বৈরাচার, পিণ্ডি যাবে রাজাকার, স্বৈরাচার আর রাজাকার-মিলেমিশে একাকার, ষড়যন্ত্র হয়নি শেষ-সজাগ থাক বাংলাদেশ, ছাত্রদল সজাগ থাকবে-ষড়যন্ত্র রুখে দিবে।