চোখ খুলেছিলেন মেয়র আনিসুল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে একিদন চোখ খুললেও তাঁকে ঘুম পাড়িয়ে রেখেই চিকিৎসা চালানো হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আজ শনিবার সকালে মেয়র আনিসুল হকের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান এনটিভি অনলাইনকে মেয়রের চিকিৎসা, সর্বশেষ শারীরিক অবস্থার তথ্য জানান।
মেয়রের ব্যক্তিগত সহকারী বলেন, মেয়র আনিসুল হকের অবস্থা এখনো অপরিবর্তিত অবস্থায় আছে। তিনদিন আগে তিনি অল্প কিছু সময়ের জন্য চোখ খুলেছিলেন। এরপর আবারও ঘুমিয়ে যান। তাঁর চিকিৎসকরা জানিয়েছেন, মেয়রের অস্থিরতা, টেনশন বা অন্যান্য সমস্যা যেন এই মুহূর্তে না হয় সে কারণেই তাঁকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।
‘ঘুমের মধ্যেই মেয়রের চিকিৎসা চলছে এবং চলবে বলে জানিয়েছেন লন্ডনের চিকিৎসক’, যোগ করেন মিজানুর রহমান।
মেয়র আনিসুল হক ‘সেরিবেল ভ্যাসকিউলিটিস’ নামে মস্তিষ্কের রোগে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি গত ২৮ জুলাই পারিবারিক কাজে লন্ডনে যান। এর মধ্যে তিনি একদিন বেশি অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।