নারায়ণগঞ্জে প্রচণ্ড বিস্ফোরণে উড়ে গেল ছাদ-দেয়াল

নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার একটি দোতলা বাড়িতে ভোররাতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটেছে। এতে বাড়িটির ছাদের কিছু অংশ ও একপাশের দেয়াল উড়ে গেছে। এ ঘট্নায় দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন আজ শুক্রবার সকালে এনটিভি অনলাইনকে বলেন, “রাত ৩টার দিকে বরাব এলাকার ‘কুমিল্লা হাউজ’ নামের ওই দোতলা বাড়িটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ এখনই বলা যাচ্ছে না। সকালে ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট এসে পৌঁছেছে। পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। কাজ চলেছ।”
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, ঘটনার পরই গুরুতর দগ্ধ মো. ইব্রাহিম ও মো. আয়নাল নামে দুজনকে ঢামেকে পাঠানো হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক আবুল খায়ের ও বাড়ির তত্ত্বাবধায়ককে আটক করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।