দুই ভাইয়ের কোন্দল : বোমা হামলায় ছোট ভাই নিহত

যশোর শহরের খোলাডাঙ্গায় আজ সোমবার সন্ধ্যায় দুর্বৃত্তদের বোমা হামলায় ইমরান কবীর উজ্জ্বল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ওমর আলী (২৫) নামের আরেক যুবক। তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ইমরান কবীর উজ্জ্বল খোলাডাঙ্গা এলাকার শফিউল মোস্তফা লালুর ছেলে।
উজ্জ্বলের স্ত্রী লীজা খাতুন জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খোলাডাঙ্গা এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন উজ্জ্বল। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা উজ্জ্বলকে লক্ষ্য করে বোমা হামলা চালায় এবং কয়েকটি গুলিবর্ষণ করে।
স্থানীয় লোকজন ও নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী জানান, সকালে বড় ভাই এনামুল কবীর বাবুর সঙ্গে ছোট ভাই উজ্জ্বলের ঝগড়া হয়। এরই সূত্র ধরে সন্ধ্যায় এনামুল কবীর ও তাঁর লোকজন ছোট ভাই উজ্জ্বলের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ উজ্জ্বলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
হামলার সাথে জড়িতদের ধরতে পুলিশের দুটি দল কাজ করছে বলেও জানান ওসি।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের শরীরে প্রচুর স্প্লিন্টার বিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। তবে গুলিবিদ্ধ হয়েছে কি না তা ময়নাতদন্তের পর বলা যাবে।