ত্রাণের টাকা সরকারি দলের নেতাদের পকেটে : সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘বন্যায় আজ দেশের বৃহৎ একটি অঞ্চল প্লাবিত হয়েছে এবং অনেক মানুষ সম্পদ ও জীবন হারিয়ে পর্যুদস্ত। বন্যা ও বন্যা-পরবর্তী পুনর্বাসনে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ উল্লেখযোগ্য মাত্রায় দেখা যাচ্ছে না।’ তিনি আরো বলেন, ‘ত্রাণের টাকা সরকারি দলের নেতাদের পকেটে গেছে।’
আজ মঙ্গলবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হাপানিয়া এবং শিকদারপাড়া গ্রামে বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়ার সময় এসব কথা বলেন জোনায়েদ সাকি।
জোনায়েদ সাকি বলেন, ‘বন্যায় সারা দেশের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষকদের ফসল নষ্ট হয়ে গেছে। কিন্তু বিনামূল্যে সার, বীজ বিতরণসহ সরকারের ত্রাণ তৎপরতার তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। সরকার আসলে বন্যার্তদের পাশে নেই। দুর্গত মানুষের দায়িত্ব বাধ্যতামূলকভাবে সরকারকেই নিতে হবে।’
জোনায়েদ সাকি আরো বলেন, ‘বন্যার্তদের জন্য শত শত কোটি টাকার প্রকল্প পাস করা হয়েছে। কিন্তু বাস্তবে মানুষের কাছে ত্রাণ পৌঁছায়নি।’
ত্রাণসামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারকে চার কেজি চাল, এক কেজি আলু, এক কেজি চিড়া, আধা কেজি ডাল, ২৫০ গ্রাম গুড় এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ম্যাচ ও মোমবাতি দেওয়া হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের মানিকগঞ্জ জেলার সমন্বয়ক মনজুরুল ইসলাম বাবু, হরিরামপুর উপজেলার কৃষক নেতা খন্দকার সোহরাবউদ্দিন এবং শফিকুল ইসলাম শরীফ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক কাকন বিশ্বাস, মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি আশরাফুর রহমানসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় ও স্থানীয় নেতা।