চলন্ত ট্রাকে কিশোরী ধর্ষণ : ট্রাকচালক ও তাঁর সহকারী রিমান্ডে

গাজীপুর থেকে ছেড়ে আসা চলন্ত ট্রাকে কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ট্রাকচালক ও তাঁর সহকারীকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল রানা জানান, আজ বৃহস্পতিবার দুপুরে দুই আসামিকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আফতাবুজ্জামানের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে চালক মেহেদী হাছানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আজ সকালে সাভার থেকে চালকের সহকারী সোহান ওরফে তুহিনকে গ্রেপ্তার করা হয়। মেহেদী হাসান মানিকগঞ্জ জেলার শিবালয় থানার দেওতা গ্রামের বাসিন্দা এবং সোহান ওরফে তুহিন রাজশাহী জেলার পুটিয়া থানার পশ্চিম কানাইপাড়ার বাসিন্দা।
ধর্ষণের ঘটনায় নির্যাতিতা কিশোরী বাদী হয়ে মেহেদী হাছান ও তুহিনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করে।
কিশোরী পুলিশকে জানিয়েছে, গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে ওই কিশোরী তার মায়ের সঙ্গে অভিমান করে গাজীপুরের নিজ বাড়ি থেকে রেরিয়ে চৌরাস্তা এলাকায় এলে অভিযুক্ত ট্রাকচালক ও হেলপার তাকে জোর করে ট্রাকে তুলে নেয়। এরপর তারা রাতভর ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইলের এসিআই পানির কল এলাকায় পরিত্যক্ত ট্রাক থেকে অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে স্থানীয়রা উদ্ধার করে।