‘গণতন্ত্রের শত ফুল ফুটছে, ভালো তো’

বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বনানীর বাসায় বৈঠক প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটাই গণতন্ত্রের সৌন্দর্য।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা 'মানস' আয়োজিত মাদকবিরোধী সেমিনার ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল এ মন্তব্য করেন।
গতকাল বুধবার রাতে বদরুদ্দোজার বাড়িতে ওই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।
গতকাল রাতের বৈঠকের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্রের শত ফুল ফুটছে, ভালো তো। এটাই গণতন্ত্রের বিউটি (সৌন্দর্য)। জোট হবে, গ্রুপ হবে। এটা হতে হতে থাক। অসুবিধা কী?’
‘নির্বাচন সামনে রেখে যা হচ্ছে, তা ভালো দিক। তবে শেষ পর্যন্ত এ মেরুকরণ কোথায় গিয়ে দাঁড়ায়, তা দেখতে অপেক্ষা করতে হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনে আদর্শগত বিষয়টা মুখ্য নয়। নির্বাচন হলো কৌশলগত ব্যাপার। এখানে আদর্শগতভাবে জোট না হয়ে কৌশলগত, সময়ের প্রয়োজনে নির্বাচনে জেতার জন্য জোট হয়।’
‘তারা তো সেখানে ষড়যন্ত্র করছে না। তারা জোট করছে। অসুবিধা কী? তবে এ জোট শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, তা দেখতে হবে। তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।'
এর আগে আ স ম আবদুর রবের বাসায় এক বৈঠকে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। সে বিষয়ে ওবায়দুল বলেন, ‘বাধা দেওয়া সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে ছিল না। অতি উৎসাহী কেউ করেছে কি না, আমি জানি না। এ ধরনের নির্বাচনী কর্মকাণ্ডে বাধা আমরা সরকারি কিংবা দলীয়ভাবে দেওয়ার কোনো সম্ভাবনাই নেই।’
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, সময় হলেই তাঁরা মহাজোট থেকে বের হয়ে যাবেন। এ বিষয়ে জিজ্ঞাসা করলে মন্ত্রী বলেন, ‘এখন তো মহাজোট নেই। তাহলে ভাঙবে কী করে? এখন আছে ঐকমত্যের সরকার। এ সরকারের তাঁদের তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রী রয়েছেন।’
‘এরশাদ সাহেব নিজে তো প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে পতাকাবাহী গাড়িতে যাচ্ছেন। তাঁরা সরকারে স্বেচ্ছায় এসেছেন। এখন যদি তাঁরা বের হয়ে যেতে চান, আমরা বাধা দেবো না। তাঁর বক্তব্যে এমন কোনো ইশারা কিংবা ইঙ্গিত নেই যে তাঁরা সরকার থেকে বের হয়ে যাবেন।’
মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এটা আগস্ট মাসে তো হচ্ছে না। তাই আমি দ্রুত কথাটা এখন বলতে পারি না।’
আয়োজক সংগঠনের সভাপতি ড. অরূপ রতন চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।