বিএনপি হিটলারের প্রেতাত্মা : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নেতারা হিটলারের চেয়ে বেশি অত্যাচারী আর বিএনপি হিটলারের প্রেতাত্মা।’ আওয়ামী লীগ হিটলারের নীতি অনুসরণ করছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে তিনি এই মন্তব্য করেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের শোক দিবসের আলোচনা সভায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলামের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের (বিএনপি) আমলে পাঁচ বছরে আমাদের ২১ হাজার নেতাকর্মী হত্যা করা হয়েছে, এটা কি ইহুদি হত্যার চেয়ে কম ভয়ঙ্কর? আপনারাই তো হিটলার। আপনাদের বিএনপি হচ্ছে হিটলারের প্রেতাত্মা। তাঁদের নেতারা হিটলারের চেয়ে খারাপ।’
ওবায়দুল কাদের বলেন, ‘শরৎচন্দ্র বাবুর একটি উপন্যাসে পড়েছি, ‘মানুষের শক্তি যত কমে আসে তার মুখে বিষ তত বেশি হয়’। যতই শক্তি কমে আসছে, ততই তারা (বিএনপি) বিষবাক্য ছড়াচ্ছে। মিথ্যা অভিযোগ আর মায়াকান্নাই তাদের বর্তমান কর্মসূচি।’
আগামী নির্বাচন প্রক্রিয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব বারবার কেন ভুল করেন। নির্বাচন শেখ হাসিনার অধীনে নয়, নির্বাচন হবে ইলেকশন কমিশনের অধীনে। বিশ্বের অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবেই হবে। আমরা কি ব্যত্যয় ঘটাব?’
‘কেক কাটা বন্ধ করুন, সংলাপের পরিবেশ সৃষ্টি হবে’
১৫ই আগস্টে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কেক কাটার সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, জাতির পিতার হত্যা দিবসে যাঁরা ভুয়া জন্ম দিবসের কেক কাটেন, তাঁদের সঙ্গে আমরা কীভাবে আলোচনায় বসব? কোনো বিবেকবান মানুষ কি পারে? আমাদের অনুভূতি আছে, আবেগ আছে। বারবার আমরা হত্যার শিকার হচ্ছি। তাই বলি আগে ভুয়া জন্মদিন করে শোক দিবসের আবেগকে মুছে ফেলা বন্ধ করুন। আর কখনো এ রকম ঘৃণ্য কাজ করব না এমন প্রতিশ্রুতি দিন তাহলে সংলাপ হবে।’
দুই দলের শীর্ষ নেতাদের সংলাপের বিষয়ে বলে আসা সুশীলসমাজের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘দুই নেত্রী একত্রে বসেন না কেন, বসলে সব সমস্যা সমাধান হয়ে যাবে। যাঁরা এসব কথা বলেন, তাঁরা বোকার স্বর্গে বাস করেন। যে নেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন, যে দলের নেতা বঙ্গবন্ধু হত্যাকারীদের পুনর্বাসিত করেছে সেই দলের নেতার সাথে কীভাবে বসি? আপনারাই বলেন?’
শোক দিবসে চাঁদাবাজি চলবে না
জাতীয় শোক দিবস উপলক্ষে যেন চাঁদাবাজি না হয় এ বিষয়ে লক্ষ রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। একই সঙ্গে নিজের ছবি ব্যবহার করে শোক দিবসের পোস্টার-ব্যানার তৈরি না করার কথা বলেন তিনি।
বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সভাপতি বাহালুল মজনুন চুন্নুর সভাপতিত্বে ওই শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।