বিএনপির অবস্থা বেহাল সড়কের মতো : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অবস্থা এখন বেহাল সড়কের মতো। আজ সোমবার বিকেলে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি সভা এবং কর্মী সমাবেশে ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীরা যেন আওয়ামী লীগে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে তিনি বলেন, দলের কৌশল পরিবর্তন হয়েছে। তবে শেকড় থেকে একচুলও সরবে না আওয়ামী লীগ। এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে দলটি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, ‘বিএনপিকে নিয়ে বিচলিত হবেন না। বিএনপির অবস্থা এখন বেহাল সড়কের মতো। তারা যখন দেখেছে আগামী নির্বাচনে বিজয়ের কোনো সম্ভাবনা নেই, ঠিক তখনই ষড়যন্ত্রের চোরাগুপ্ত পথ তারা খুঁজে বেড়াচ্ছে। দুর্বল বিএনপির এখন মুখের পেশি হচ্ছে পুঁজি। কান্নাকাটি আর নালিশ—এই দুটা হচ্ছে কর্মসূচি।’
সমাবেশে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বঙ্গবন্ধুর দেওয়া ৭২-এর সংবিধান ফিরিয়ে এনেছে সরকার, যতটুকু বাকি আছে তাও ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
সভায় আইনজীবী নেতারা বলেন, দলের আইনজীবীদের মধ্যে ঐক্য ধরে রাখতে পারলে ভবিষ্যতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে এককভাবে বিজয়ী হওয়া যাবে।