ট্রাকে ‘ধর্ষণের শিকার’ তরুণী, চালক ও সহকারী পলাতক

গাজীপুর থেকে নারায়ণগঞ্জগামী মালবোঝাই ট্রাকে তরুণী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে ট্রাকচালক ও তাঁর সহকারী পলাতক।
আজ বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় এসিআই ওষুধ কারখানার পাশ থেকে তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।
তরুণীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার মিয়া জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গাজীপুর চৌরাস্তা থেকে তরুণীকে ট্রাকে তুলে নেন চালক ও সহকারী। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এসে তাঁকে পালাক্রমে ধর্ষণ করা হয়। আজ সকালে নারায়ণগঞ্জের এসিআই ওষুধ কারখানার ফটকে তরুণীকে ট্রাকে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। এরপর চালক ও সহকারী পালিয়ে যান। পরে একটি বাড়িতে আশ্রয় নেন তরুণী। পুলিশ সেখান থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আসামিদের আটকের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, তরুণীর বাড়ি গাজীপুরে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।