ফোরকান মল্লিকের রায় ১৬ জুলাই

পটুয়াখালীর ফোরকান মল্লিকের বিরুদ্ধে একাত্তরের যুদ্ধাপরাধ মামলার রায় আগামী ১৬ জুলাই দেওয়া হবে। আজ মঙ্গলবার শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালের অন্য দুই বিচারপতি হলেন বিচারপতি মুজিবুর রহমান ও বিচারপতি শাহিনুর ইসলাম।
এ বিষয়ে প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ এনটিভি অনলাইনকে বলেন, ‘ফোরকান মল্লিক একাত্তর সালে পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী হয়ে পটুয়াখালীর বিভিন্ন জায়গায় মানুষের ওপর নির্যাতন চালিয়েছেন এবং হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তাঁর বিরুদ্ধে আনীত সব অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আশা করি, সর্বোচ্চ সাজা হবে।’
স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের অভিযোগে ২০০৯ সালের ২১ জুলাই ফোরকানের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় আবদুল হামিদ নামের এক ব্যক্তি মামলা করেন। গত বছরের ২৫ জুন তাঁকে বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ড থেকে পটুয়াখালীর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। ৩ জুলাই ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে মামলার তদন্ত করেন প্রসিকিউশনের তদন্ত কর্মকর্তা সত্য রঞ্জন রায়।
২০১৪ সালের ১৮ ডিসেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফোরকানের যুদ্ধাপরাধের বিচার শুরু করে। একাত্তরে হত্যা, গণহত্যা, ধর্ষণ, ধর্মান্তরে বাধ্য করা, দেশান্তরে বাধ্য করা, বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের মোট পাঁচটি অভিযোগে অভিযুক্ত করা হয় তাঁকে।