মডেল রিসিলার ‘আত্মহত্যা’

র্যাম্প মডেল রিসিলা বিনতে ওয়াজার আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে জানায় পুলিশ।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন মিয়া জানান, স্বজনরা রিসিলাকে ইউনাইটেড হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিসিলা আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
ইউনাইটেড হসপিটালের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) সাজ্জাদুর রহমান শুভ বলেন, বেলা ৩টার দিকে মডেল রিসিলাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। মরদেহ এখন ইউনাইটেড হসপিটালে রয়েছে।
এ ব্যাপারে আলোকচিত্রী নির্জন বলেন, ‘আমি রিসিলা আপুর আত্মহত্যা করার খবর শুনে আজ সন্ধ্যায় হাসপাতালে গিয়েছিলাম। আমি তাঁর লাশ দেখেছি। অনেক মানুষের ভিড় ছিল। কেন তিনি এ রকম করেছেন, এ বিষয়ে তেমন কিছু জানতে পারিনি।’
এ বিষয়ে র্যাম্প মডেল ইমি এনটিভি অনলাইনকে বলেন, ‘রিলিসার মৃত্যুর খবর কিছুতেই মানতে পারছি না। অনেক হাসিখুশি স্বভাবে মেয়ে ছিল রিসিলা। মডেল হিসেবে আমি ওর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল দেখতে পেয়েছিলাম। কেন এ রকম করল কোনোভাবে বুঝতে পারছি না। নামাজ পড়ে আল্লাহর কাছে ওর জন্য দোয়া করছি।’
এ ছাড়া মডেল নিপা তাঁর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, “আপু আমি এটা কী শুনলাম? কোনোভাবেই মানতে পারতেছি না। কেন এমন একটা কাজ করে ফেললা তুমি? তোমার বাচ্চাটার কথা ভাবলানা একটাবার? আমি র্যাম্পে কাজ করতে যাওয়ার পর এই মানুষটা খুব মিষ্টি করে আমার সাথে কথা বলত। আমি তাকে বলতাম ‘আমি তোমার ফ্যান’। সে আমাকে বলত সে আমার ফ্যান। আমার নাটক মিস করত না। প্রায়ই নাটকের কোনো ড্রেস বা লুক পছন্দ হলেই ইনবক্সে নক করত। একসাথে অনেকগুলো শো করেছিলাম আমরা। একটু আগে জানতে পারলাম রিসিলা আপু আত্মহত্যা করেছে। কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছি না। কেন এমন হয়? এত কিসের ফ্রাসট্রেশন? কিসের এত কষ্ট? ইয়া আল্লাহ।”
র্যাম্প মডেলিংয়ের পাশাপাশি বেশকিছু টিভি নাটকেও অভিনয় করেন রিসিলা। তিনি দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠান স্বপ্নের সাবেক শুভেচ্ছাদূত ছিলেন। এ ছাড়া বেশকিছু পণ্যের বিজ্ঞাপনের মডেল হয়েও পরিচিতি পেয়েছিলেন তিনি।