এসি রবিউল স্মরণে মানিকগঞ্জে শোকর্যালি-সমাবেশ

শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হলো গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল করিমকে। আজ শনিবার এসি রবিউলের স্মরণে তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জের কাটিগ্রামে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দুপুরে কাটিগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে কাটিগ্রাম বাজার প্রদক্ষিণ শেষে এসি রবিউলের কবরে গিয়ে শেষ হয়। র্যালিতে তাঁর পরিবারের সদস্য, এলাকাবাসী, রবিউলের প্রতিষ্ঠিত প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান ব্লুমস, নজরুল বিদ্যা সিঁড়িসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
এ সময় নিহত পুলিশ কর্মকর্তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে ব্লুমস বিদ্যালয় প্রাঙ্গণে জঙ্গিবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান, নিহত রবিউলের স্ত্রী উম্মে সালমাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।