নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই : ড. কামাল

অনুষ্ঠানে ড. কামাল হোসেন। ছবি : এনটিভি
সংবিধান বিশেষজ্ঞ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।
আজ রোববার রাজধানীর মালিবাগে কসমস ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশের গণমাধ্যম ও বিচার বিভাগ’ শীর্ষক আলোচনায় ড. কামাল এ কথা বলেন। তিনি বলেন, অতীতে যারা এর ব্যতিক্রম করেছে তাদের পরিণতি হয়েছে ভয়াবহ।
বাংলাদেশের সংবিধানের অন্যতম রচয়িতা আরো বলেন, দেশকে কালো টাকার প্রভাব থেকে মুক্ত করতে হবে। কারণ কালো টাকা গণতন্ত্রের শত্রু। সুশাসন ও গণতন্ত্রের জন্য গণমাধ্যম ও বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে হবে বলেও মনে করেন তিনি।
অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা মানে এই নয় যে করপোরেট হাউসের স্বার্থে কাজ করা। গণমাধ্যমকে অবশ্যই বস্তুনিষ্ঠভাবে দায়িত্ব পালন করতে হবে।