মে দিবসের অনুষ্ঠানে যাওয়ার সময় পরিবহন শ্রমিকদের মারধর

চুয়াডাঙ্গায় মে দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন বাস শ্রমিক আহত হয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় বড়বাজার শহীদ হাসান চত্বরে এ ঘটনা ঘটে।
আহত শ্রমিকরা হলেন চুয়াডাঙ্গার রয়েল এক্সপ্রেসের চালক পল্লব ঘোষ, সহকারী মো. বাবলু হোসেন ও কলার বয় উজ্জ্বল হোসেন। তাঁদের মধ্যে পল্লব ও বাবলু ঝিনাইদহের এবং উজ্জ্বল ঢাকার শ্রমিক সংগঠনের সদস্য বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মে দিবস উপলক্ষে সকালে শহীদ হাসান চত্বরে শ্রমিকদের সমাবেশ চলছিল। সেই সময় বাসে করে অন্য একটি স্থানে সমাবেশ ও প্রীতিভোজে যোগ দিতে যাচ্ছিলেন রয়েল এক্সপ্রেসের শ্রমিকরা। মে দিবসে গাড়ি চালানোর কারণে ওই শ্রমিকদের মারধর করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহত বাসচালক পল্লব ঘোষ জানান, সকালে দর্শনা থেকে তিনিসহ আরো দুই শ্রমিক দামুড়হুদা উপজেলার গোপালপুরে মে দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।
তাঁদের বাসটি (ঢাকা মেট্রো ব ১৫-১৭৭৩) বড় বাজার শহীদ হাসান চত্বরে পৌঁছালে স্থানীয় বাসচালক শহিদুল ইসলাম ও মনিরুল ইসলামের নেতৃত্বে তাঁদের মারধর করা হয়। এ সময় তাঁরা বাসটির সামনের জানালার কাচ ভাঙচুর করেন।
রয়েল এক্সপ্রেসের মালিক এনামুল হক লোটাস দাবি করেন, তাঁর প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশ ও প্রীতিভোজে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় স্থানীয় পরিবহন শ্রমিকরা ওই শ্রমিকদের মারধর ও বাসে ভাঙচুর করে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম দাবি করেন, তাঁদের সংগঠনের কোনো শ্রমিক গাড়ি ভাঙচুর বা শ্রমিকদের মারধর করেনি।
খবর পেয়ে পুলিশ সুপার নিজাম উদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
সদর থানার পরিদর্শক (অপারেশন) আমীর আব্বাস বলেন, ক্ষতিগ্রস্তরা অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।