টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে পুড়ল ১০ দোকান

টাঙ্গাইলের বাসাইল উপজেলার একটি বাজারে আজ আগুনে ১০টি দোকান পুড়ে যায়। ছবি : এনটিভি
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর বাজারে আগ্নিকাণ্ডে কাঁচা-পাকা ১০টি দোকান পুড়ে গেছে। এতে কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপপরিচালক মনির হোসেন বলেন, আজ সকালে উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া বাজারের একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বাসাইল থেকে ফায়ার সার্ভিসের একটি ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরো জানান, প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। কিন্তু এর আগেই পুড়ে ছাই হয়ে যায় ১০ দোকান।