‘খুন করে আসমার লাশ ঝুলিয়ে রাখা হয়’

লক্ষ্মীপুরের সদর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে আসমা উল হুসনা নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। খুন করার পর আসমার লাশ ঝুলিয়ে রাখা হয় বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।
আজ রোববার সকালে উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামে স্বামীর বাড়ি থেকে আসমার লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত আসমা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের গোবিন্দের গ্রামের হোসেন আহমদের মেয়ে। তিনি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মেলকাম ডি সিলভা বলেন, ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৬ সালের ২৫ এপ্রিল পূর্ব আলাদাদপুর গ্রামের আবদুল জলিলের ছেলে বিল্লাল হোসেন লিটনের সঙ্গে আসমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই লিটনের সঙ্গে আসমার দ্বন্দ্ব লেগে থাকত।
আসমার মা সেলিনা আক্তার বলেন, তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে স্বামী লিটন, দেবর আবদুল্লাহ ও শ্বশুর-শাশুড়ি মিলে হত্যা করেছে।
আসমাকে হত্যা করে লাশ ঘরের ভেতর ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেন আসমার চাচা মো. শহীদ।