মানিকগঞ্জে পুলিশের অভিযানে আটক ২৩

মানিকগঞ্জে বিশেষ অভিযানে ২৩ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে গরু, জাল টাকা, ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আজ রোববার ওই ব্যক্তিদের জেলার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, জঙ্গি ও মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযানের সময় গত ২৪ ঘণ্টায় ওই ২৩ ব্যক্তিকে আটক করা হয়।
এ সময় ওই ব্যক্তিদের কাছ থেকে ৯৭ হাজার জাল টাকা, চারটি গরু, ৮৯০ গ্রাম গাঁজা, ১২টি ইয়াবা বড়ি, চার গ্রাম হেরোইন, কিছু বই উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মাহফুজুর রহমান আরো জানান, মানিকগঞ্জকে জঙ্গি ও মাদকমুক্ত করতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।