লক্ষ্মীপুরে গৃহবধূকে গণধর্ষণে চারজনের মৃত্যুদণ্ডাদেশ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় গৃহবধূকে গণধর্ষণের দায়ে চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মামলার আরেক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এই দণ্ডাদেশ দেন।
লক্ষ্মীপুর আদালতে সরকারপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) আবুল কালাম বিষয়টি জানিয়েছেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের সানাউল্লাহ (৩৫), কালকিনি ইউনিয়নের চরসামছুদ্দিন উদ্দিন গ্রামের হারুন (৩০), একই ইউনিয়নের আবুল কাশেম প্রকাশ (৩০) ও নোয়াখালীর সুধারাম থানার আণ্ডারচর গ্রামের রহিম (২৫)।
আর খালাস পাওয়া ব্যক্তি হলেন চরকাদিরা ইউনিয়নের আনোয়ার উল্লাহ।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২২ ডিসেম্বর রাতে আসামি সানাউল্লাহ, রহিম, হারুন ও আবুল কাশেম ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে গণধর্ষণ করে পালিয়ে যান। পরে ওই গৃহবধূকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পাঁচ দিন পর গৃহবধূর জ্ঞান ফিরে আসে।
এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে ওই বছরের ২৮ ডিসেম্বর কমলনগর থানায় একটি ধর্ষণ মামলা করেন। এ মামলার পর ২০১৫ সালের ৩১ মে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
দীর্ঘ শুনানি শেষে আজ বুধবার আদালত চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। আর একজনকে খালাস দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারপক্ষের বিশেষ কৌঁসুলি আবুল বাশার।