১২ বছর পর কবর থেকে আবু বকরের দেহাবশেষ উত্তোলন

দীর্ঘ ১২ বছর পর কবর থেকে উত্তোলন করা হলো নীলফামারীর রামগঞ্জে নিহত আবু বকর সিদ্দিকের দেহাবশেষ। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলামের উপস্থিতিতে এই দেহাবশেষ তোলা হয়।
আদালতের নির্দেশে জেলার সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে দেহাবশেষ উত্তোলন করা হয়।
এ সময় নীলফামারী থানার উপপরিদর্শক (এসআই) সজীব সাহা, নিহত আবু বকর সিদ্দিকের ছেলে লিটন রহমান এবং সদর উপজেলা জামায়াতের আমির আবু হানিফা শাহ উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, নিহত আবু বকর সিদ্দিকের ছেলে লিটন রহমান ২০২৪ সালের ৩ নভেম্বর ২০২ জনকে আসামি করে নীলফামারী আমলি আদালতে হত্যা মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে দেহাবশেষ (নমুনা) পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
নিহত আবু বকর সিদ্দিকের ছেলে লিটন রহমান অভিযোগ করেন, ‘২০১৩ সালের ১৪ ডিসেম্বর আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এই ঘটনার মূল নায়ক ছিলেন আসাদুজ্জামান নুর। আমরা দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’