স্বাধীনতা দিবসে আওয়ামী নেতার মিছিলে গুলি!

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাখালী এলাকায় স্বাধীনতা দিবসে আওয়ামী লীগ নেতা জাহেদ আলীর আনন্দ মিছিলে রফিক বাহিনী গুলি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ রোববারের এই ঘটনায় আটজন আহত হয়েছে। তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ আলীর ভাষ্যমতে, দুপুর আড়াইটার দিকে কয়েক হাজার কর্মী নিয়ে ইছাখালী এলাকায় একটি আনন্দ মিছিল বের করেন তিনি। মিছিল চলার সময় হঠাৎ কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে আণ্ডা রফিক তাঁর বাহিনীর শতাধিক লোক নিয়ে অতর্কিত হামলা চালায়। তাদের প্রত্যেকের কাছেই লাঠি, রামদা ও আগ্নেয়াস্ত্র ছিল। একপর্যায়ে তারা মিছিলে শটগান ও পিস্তলের গুলি ছোড়ে। এতে মিছিলে আসা লোকেরা ছত্রভঙ্গ হয়ে যায়। তাদের অনেকেই পাশের শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচে।
জাহেদ আলী আরো বলেন, এএসপি মাসুদ ও ওসি ইসমাইল এই হামলায় সন্ত্রাসীদের সহযোগিতা করেন। সন্ত্রাসীদের পক্ষ নিয়ে তাঁরাও মিছিলে গুলি ছোড়েন।
এ ব্যাপারে কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাঈল হোসেন হামলার ঘটনা স্বীকার করেন। তবে হামলায় পুলিশের সহযোগিতার কথা জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। এরপর একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।