গায়ে আগুন দেওয়া সেই গৃহবধূর মৃত্যু

গোপালগঞ্জে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া গৃহবধূ মারা গেছেন। আজ মঙ্গলবার ভোরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাথী বিশ্বাস (১৮) নামের এক গৃহবধূ গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী গ্রামের শ্যামল বিশ্বাসের মেয়ে। এ ঘটনায় নিহতের বাবা সদর থাকায় একটি মামলা করেছেন।
সদর উপজেলার বলতলী পুলিশ ফাঁসির উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম বলেন, ওই গৃহবধূর মারা যাওয়ার ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় গৃহবধূর স্বামী গোবিন্দ বিশ্বাস ও শ্বশুর সুশান্ত বিশ্বাসকে আসামি করা হয়েছে।
এলাকাবসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত প্রায় ছয় মাস আগে সাথী বিশ্বাসের সঙ্গে একই উপজেলার ভেন্নাবাড়ী নবপল্লী গ্রামের গোবিন্দ চাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের জের ধরে সাথী গতকাল সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন। এ সময় তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। পরে পাশের বাড়ির লোকরা বিষয়টি বুঝতে পেরে সাথীকে গুরুতর অসুস্থ অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ আজ মারা যান।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকেই নিহত গৃহবধূর স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক আছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।