ঢাকা-আরিচা পথে চার লেনের প্রস্তুতি শুরু হয়ে গেছে

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এম এন এ ছিদ্দিক বলেছেন, ঢাকা-আরিচা মহাসড়কের চার লেনের কাজের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এরই মধ্যে কনসালট্যান্ট নিয়োগ দেওয়া হয়েছে। খুব শিগগির ফিজিবিলিটি স্টাডি শুরু হবে।
আজ শুক্রবার সকালে পাটুরিয়া সড়ক বাংলোতে ঢাকা সড়ক জোনের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতিবিষয়ক দিনব্যাপী পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে সচিব এসব কথা বলেন।
সভায় প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, অতিরিক্ত সচিব মো. বেলায়েত হোসেন, মো. শফিকুল ইসলাম, আবদুল মালেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ব্যবস্থাপনা) আবদুছ ছালাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন ও সংস্থাপন) মাহবুবুল আলম, ঢাকা সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মহিবুল হকসহ ঢাকা জোনের নির্বাহী প্রকৌশলী, উপবিভাগীয় প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
সভায় সচিব প্রকৌশলীদের সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। এ সময় তিনি প্রকৌশলীদের আরো বেশি দায়িত্ববান হওয়ার আহ্বান জানান।