নিজ ঘরের সামনে রড দিয়ে পিটিয়ে যুবককে হত্যা

ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর রেল বস্তিতে আজ সকালে রড দিয়ে পিটিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। নিজ বাড়িতে তাঁর লাশের পাশে স্বজন ও উৎসুক লোকজনের ভিড়। ছবি : এনটিভি
ফরিদপুরের শহরের গুহলক্ষ্মীপুর রেলওয়ে বস্তিতে নিজ ঘরের সামনে রড দিয়ে পিটিয়ে মো. আজাদ (৩১) নামের এক যুবককে হত্যা করা হয়েছে।
আজ শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসার জের ধরে আজাদের সঙ্গে বস্তির কয়েকজনের বিরোধ চলছিল। আজ সকালে আজাদের সঙ্গে মাদক ব্যবসায়ীদের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে তাঁকে রড দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। পরে ফরিদপুর সদর হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন জানান, পূর্ব বিরোধের জের ধরে বস্তির কয়েকজন আজাদকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করা হয়েছে।