পুলিশের দাবি
ধামরাইয়ে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

ঢাকার ধামরাই উপজেলায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পেয়েছে পুলিশ। আজ বুধবার ভোর রাতে উপজেলার সোমবাগ ইউনিয়নের চর ডাউটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) বাবুল জানান, চর ডাউটিয়া এলাকার সাইদুর নামে এক ব্যক্তির মুদি দোকান আছে। তিনি পুলিশের কাছে দাবি করেছেন, আজ ভোরে ওই দোকানের তালা কেটে চুরি করতে যান অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি। বিষয়টি এলাকাবাসী টের পেয়ে ওই ব্যক্তিকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন। পরে পিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এসআই বাবুল আরো জানান, মৃত ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।