গোপালগঞ্জে মেছোবাঘ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুর থেকে জনতার হাতে আটক একটি মেছোবাঘ উদ্ধার করেছে বন বিভাগ। পরে বাঘটি বনে অবমুক্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ওই বাঘটি বনে ছাড়া হয়।
এ ব্যাপারে মুকসুদপুরের বন কর্মকর্তা তাপস সেনগুপ্ত জানান, গত বুধবার রাতে মুকসুদপুর উপজেলার পশারগাতি ইউনিয়নের বাহিরবাগ গ্রামে মেছোবাঘটি আটক করা হয়। ইউনিয়নের সাবেক সদস্য মান্নান মিয়ার বাগানে ফাঁদ পেতে মেছোবাঘটি আটক করে এলাকাবাসী।
পরদিন বৃহস্পতিবার বন বিভাগ খবর পেয়ে মেছোবাঘটি উদ্ধার করে নিয়ে আসে। ওই রাতেই বাঘটিকে বনে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য মান্নান মিয়া মুঠোফোনে জানান, কয়েক মাস ধরেই গ্রামের লোকজনের হাঁস-মুরগি হারিয়ে যাচ্ছিল। পরে তাঁরা খোঁজ নিয়ে তাঁর বাগানের মধ্যে হাঁস-মুরগির লোম দেখতে পান। গ্রামের কয়েকজন বাসিন্দা বাগানে একটি মেছোবাঘকে দেখতে পেয়ে ফাঁদ পেতে ধরে ফেলেন।
মেছোবাঘটি শতাধিক হাঁস-মুরগি খেয়ে ফেলেছে বলেও জানান মান্নান মিয়া।