মধুমতির পাড় থেকে অবৈধভাবে বালু কাটার প্রতিবাদে বিক্ষোভ

গোপালগঞ্জের মধুমতি নদীর পাড় থেকে অবৈধভাবে বালু কাটার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ছবি : এনটিভি
গোপালগঞ্জের মধুমতি নদীর পাড় থেকে অবৈধভাবে বালু কাটার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সদর উপজেলার চর বয়রা, চর গোবরা ও গ্রীসনগর গ্রামের লোকজন এ কর্মসূচি পালন করে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার গোবরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ফয়সাল কবির কদরের অবৈধভাবে বালু কাটার প্রতিবাদে শহরের একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় আন্দোলনকারীরা জানান, গোবরা ইউপির সাবেক চেয়ারম্যান ফয়সাল কবির কদর ও তাঁর লোকজন ইজারার নামে অবৈধভাবে বালু কাটছে। এতে বাড়িঘর ও ফসলি জমি হুমকির মুখে রয়েছে। তারা দ্রুত বালু কাটা বন্ধসহ দোষীদের শাস্তির দাবি জানান। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন তারা।