বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ভাস্কর্যে বঙ্গবন্ধু’ শিরোনামে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
ইবির তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের সহকারী রেজিস্ট্রার (ফটোগ্রাফি) আলোকচিত্রী শেখ আবু সিদ্দিক রোকনের ছবিগুলো এ প্রদর্শনীতে স্থান পেয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ের একটি রেস্তোরাঁয় এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) জহির রায়হানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইবির উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমান ও কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম।
দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীতে দেশের বিভিন্ন স্থানে নির্মিত বঙ্গবন্ধুর ১৩টি ভাস্কর্যের ছবি প্রদর্শন করা হয়।