মানিকগঞ্জে আখতার ফার্নিচার্সের কারখানায় আগুন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ফোর্ডনগর এলাকায় আজ মঙ্গলবার সকালে আসবাবপত্র তৈরির প্রতিষ্ঠান আখতার ফার্নিচার্সের কারখানায় আগুন লাগে। ছবি : এনটিভি
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ফোর্ডনগর এলাকায় আসবাবপত্র তৈরির প্রতিষ্ঠান আখতার ফার্নিচার্সের কারখানায় আগুন লেগেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) মিজানুর রহমান এনটিভি অনলাইনকে জানান, ফায়ার সার্ভিসের মানিকগঞ্জ, ঢাকার সাভার ও মিরপুরের পাঁচটি ইউনিট চেষ্টার পর বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আখতার ফার্নিচার্সের প্রশাসনিক কর্মকর্তা শুভংকর মজুমদার জানান, সকাল ১০টার দিকে কারখানার ভেতরের একটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ভয়াবহ আগুনে কারখানার যন্ত্রপাতি ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমান হোসেন জানান, আখতার ফার্নিচার্স কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।