শাহজালালে নিষিদ্ধ সিগারেট জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৩৬ হাজার ৬০০ শলাকা বিদেশি সিগারেট ও দুই হাজার পিস ট্যাবলেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
মো. জামাল উদ্দিন নামের এক যাত্রী আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে ১৮৩ প্যাকেটে করে ওই সিগারেটগুলো বিমানবন্দরে নিয়ে আসেন। তিনি দুবাই থেকে শাহজালালে আসেন। জব্দ করা সিগারেটগুলো ব্রিটেনের বেনসন অ্যান্ড হেজেজ ও কোরিয়ার ইজি ব্র্যান্ডের।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমাবন্দনরে নামলে গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা কাস্টমস হলে জামালের ল্যাগেজ তল্লাশি করে। এ সময় তিনটি ল্যাগেজে আমদানি নিষিদ্ধ ৩৬ হাজার ৬০০ শলাকা সিগারেট জব্দ করা হয়। এ ছাড়া ওই যাত্রীর কাছ থেকে স্টেরয়েড জাতীয় দুই হাজার পিস ট্যাবলেট উদ্ধার করা হয়। পণ্যের শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ১২ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। তাই ওই সিগারেট জব্দ করা হয়েছে।