শাহজালালে ‘কোটি টাকার’ স্মাটফোন জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকির অভিযোগে ৩২৫টি স্মার্টফোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
আজ রোববার দুপুরে মোহাম্মাদ মাজহারুল ইসলাম রোমান নামের ওই ব্যক্তি চায়না থেকে স্মার্টফোন নিয়ে বিমানবন্দরে এলে তাঁর কাছ থেকে ফোনগুলো জব্দ করা হয়। এগুলোর মূল্য এক কোটি টাকা হবে বলে দাবি করেন কর্মকর্তারা।
জব্দ করা ফোনগুলো হলো- আইফোন সিক্সপ্লাস ১০টি, আসুস ৩০টি, কার্বন ৮২টি, হুয়াই ১৬৩টি, ফ্যান্টম (রিভু) ১০টি ও সনি এক্সপেরিয়া ৩০টি।
শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়ে বলেন, চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে সকাল ১১টার দিকে মাজহারুল ইসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তিনি কাস্টমস হলের দুই নম্বর বেল্ট হতে লাগেজ সংগ্রহ করেন। কিন্তু কোনো ধরনের ঘোষণা ও শুল্ককর পরিশোধ ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁকে কাস্টমস হলে নেওয়া হয়। এরপর তাঁর ল্যাগেজ তল্লাশি করে পাওয়া যায় ফোনগুলো।
মইনুল খান আরো বলেন, মাজহারুল দুটি লাগেজে করে মোট ১৬টি কালো পলিথিনে ৩২৫টি ফোন নিয়ে আসেন। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হবে ।
গতকাল শনিবারও অভিযান চালিয়ে বিমানবন্দর থেকে ১৪ হাজার ৯০০টি নকল মোবাইল ফোনসেট জব্দ করে শুল্ক গোয়েন্দা বিভাগ।