সিরাজগঞ্জে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পানিতে ডুবে মিলন (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে ত্রিফলগাঁতী গ্রামের মকরম আলীর ছেলে এবং স্থানীয় খন্দকার আব্দুল মজিদ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
উল্লাপাড়া পৌরসভার মেয়র বেলাল হোসেন এনটিভি অনলাইনকে জানান, আজ মঙ্গলবার দুপুরে অন্যদের সাথে মিলন গ্রামের পাশে করোতোয়া নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় সবার অগোচরে সে পানিতে তলিয়ে যায়।
পরে ভাটিতে তার লাশ ভেসে উঠলে এলাকাবাসী তা উদ্ধার করে।