কালা মিয়া হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি

গোপালগঞ্জের মুকসুদপুরের কালা মিয়া শেখকে হত্যাকারী এবং ভূমিদস্যুদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
মুকসুদপুর উপজেলার উত্তরপাড় দোকানদার ও চরপ্রসন্নী গ্রামবাসীর পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলাসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে নিহত কালা মিয়ার স্বজন ও স্থানীয় শতাধিক বাসিন্দা অংশ নেয়। মানববন্ধন চলাকালে কবির হোসেন, হবি শেখ, শিল্পী ও পারভীন বেগমসহ অনেকেই বক্তব্য দেন। তাঁরা দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৬ সালের ২৭ ডিসেম্বর সকালে সরকারি খাসজমি দখলকে কেন্দ্র করে কালা মিয়াকে তাঁর বাড়ির সামনে ধারালো অস্ত্র দিয়ে কোপায় প্রতিপক্ষের লোকজন। এতে তিনি গুরুতর আহত হন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে কবির হোসেন বাদী হয়ে গত বছরের ২৯ ডিসেম্বর ২৪ জনকে আসামি করে মুকসুদপুর থানায় একটি মামলা করেন। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।